বুধবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার উপজেলার নওদুলী বাজার সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিবুল আকতার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আত্রাই উপজেলার নওদুলী বাজার এলাকায় মো. আব্দুল্লাহ আইচান কবিরাজ ওরফে রফিকের বাড়িতে জেএমবি সদস্যদের গোপন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
তারা হলেন- উপজেলার মৃত হাফিজুর রহমানের ছেলে আব্দুল্লাহ আইচান কবিরাজ ওরফে রফিক (৪২), একই উপজেলার দাড়িয়াগাথি সরদারপাড়া’র আহম্মদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক ওরফে মাসুম ওরফে বাবুল (২৫), মান্দা উপজেলার পারইল আশিরা হাজিপাড়া গ্রামের মৃত লোকমান প্রামানিকের ছেলে মোয়াজ্জেম হোসেন ওরফে বুলেট (৩০), রানীনগর উপজেলার বেতগাড়ী গ্রামের মো. আয়েত সরদারের ছেলে লুলু সরদার ওরফে শহিদ মিস্ত্রি (৩০) এবং নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার জুমাইনগর ফারাজীপাড়া গ্রামের ইয়াহিয়া মন্ডলের ছেলে মাসুদ রানা ওরফে হোসেন ওরফে আতিক (২৫)।
অভিযানে গ্রেনেড তৈরির ১০টি বডি, ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১৩ রাউন্ড গুলি এবং সাড়ে ৭শ গ্রাম গান পাউডারসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
আত্রাই থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ১৬ নভেম্বর, ২০১৭/আপডেট: ১৩০৩ ঘণ্টা
আরএ/ওএইচ/