ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে  খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে 

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে। 

সংস্কারপন্থিদের নতুন কমিটি ঘোষণার প্রতিবাদে সংগঠনটি মাদকসন্ত্রাস ও দুর্বৃত্ত প্রতিরোধ কমিটি’র ব্যানারে এই সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করে।

অবরোধের কারণে দুরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শহরতলীর বেশ কয়েকটি জায়গায় অবরোধ আহ্বানকারীদের পিকেটিং করার খবর পাওয়া গেছে। অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় পুলিশ জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।  

উল্লেখ্য, পাহাড়ে পূর্ণস্বায়ত্ত শাসনের জন্য আন্দোলনের ১৯ বছরের মাথায় ইউপিডিএফ’এ প্রকাশ্যে দ্বিধা বিভক্তি দেখা দিয়েছে। বুধবার সকালে খাগড়াছড়ির একটি কমিউনিটি সেন্টারে দলটির সংস্কারপন্থিদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। বৈঠক থেকে ইউপিডিএফের বর্তমান রাজনৈতিক কার্যকলাপ অগণতান্ত্রিক উল্লেখ করে নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়য়:  ১০০৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।