আটকেরা হলেন-উপজেলার জাতুগ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে সামছুদ্দিন (৩০) ও একই গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে মো. জালাল উদ্দিন (৩০)।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
র্যাবের জিজ্ঞাসাবাদে আটকেরা জানান, ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা ওই স্থানে অবস্থান নেন। আটকেরা বিভিন্ন সময়ে ভারতীয় সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে দেশে অস্ত্র নিয়ে আসেন। তাদের কাছ থেকে ২টি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধার করা আগ্নেয়াস্ত্র তারা ভাড়া দেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
আটকদের উদ্ধার করা আগ্নেয়াস্ত্রসহ মামলা করে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এনইউ/আরআর