বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে কালিয়াকৈর থানার পাশে সাংবাদিকরা এ মানববন্ধন করে।
কালিয়াকৈর প্রেসক্লাবেব সহ-সভাপতি ইমারত হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম, সাধারণ সম্পাদক এম তুষারী, গাজীপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ লাবিব উদ্দিন, কালের কণ্ঠের কালিয়াকৈর প্রতিনিধি মাহবুব হাসান মেহেদী, সকালের খবরের কালিয়াকৈর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক এইচএম শহিদুল ইসলাম, মো. শোয়াইব মৃধা, ক্রিড়া সম্পাদক বিপ্লব হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক আইয়ুব রানার অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।
ৠাব-১ এর সদস্যরা মঙ্গলবার (১৪ নভেম্বর) তার নিজ বাড়ি টান কালিয়াকৈর এলাকা থেকে সাংবাদিক আইয়ুব রানাকে আটক করে। দুপুরে বিমানবন্দর থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে ঢাকার সিএমএম আদালতে পাঠায়। আদালতের বিচারক তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭।
আরএস/এসআরএস