বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়াম্যান বৃষকেতু চাকমা।
প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের সুপারিনটেনডেন্ট সুলতানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিটিআই-এর ইন্সট্রাক্টর পার্থ প্রতীম চৌধুরী, ইন্সট্রাক্টর শ্যামল বড়ুয়া, ইন্সট্রাক্টর এমরানুল ইসলাম মানিক ও প্রশিক্ষণার্থী শিক্ষক রাশেদুজ্জামান তালুকদার প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন, সমতল এলাকার চেয়ে পার্বত্য জেলা শিক্ষার দিক দিয়ে এখনও অনেক পিছিয়ে রয়েছে। পার্বত্য অঞ্চলের উন্নয়ন করতে হলে আমাদের শিক্ষিত জাতি গঠন করতে হবে। তা না হলে আমাদের এ জেলা আরো পিছিয়ে যাবে। তাই বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজের সন্তানের ন্যায় পাঠদান করাতে শিক্ষকদের তিনি পরামর্শ দেন।
আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পিটিআই প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন অতিথিরা।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্ট, নভেম্বর ১৬, ২০১৭
টিএ