ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে শুল্ক ফাঁকির অভিযোগে গ্রেফতার ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
না.গঞ্জে শুল্ক ফাঁকির অভিযোগে গ্রেফতার ২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে অবৈধভাবে সুতা আমদানি করে বিক্রির অপরাধে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- জহিরুল ইসলাম (২৫) ও তুহিন (৪২)।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মো. সামসুজ্জামান বাদী হয়ে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের (২৫ এর খ) ধারায় একটি মামলা দায়ের করেন।

পরে বিকেলে ১০ দিনের রিমান্ড চেয়ে দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (১৫ নভেম্বর) রাতে শহরের থানা পুকুরপাড় হারুন কমপ্লেক্সের তৃতীয় তলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১৩ কার্টন সুতা জব্দ করা হয়েছে।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পিন্টু সরকার জানান, থানা পুকুরপাড় এলাকায় দীর্ঘদিন ধরে জহিরুল ও তুহিন শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে অবৈধভাবে সুতা আমদানি করে বিক্রি করে আসছিলো। বুধবার রাতে থানা পুকুরপাড় হারুন কমপ্লেক্সের তৃতীয় তলায় মজুদ রেখে বিক্রি করার সময় তাদের গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।