ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় জেলার সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে ডাকাতদলের গুলাগুলির ঘটনাও ঘটে। এতে সাটুরিয়া থানার এসআইসহ দু’জন আহত হয়।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ৭-৮ জনের সংঘবদ্ধ ডাকাতদল শহরের নাগ জুয়েলার্সে ঢুকে। এ সময় দোকানের মালিক ও কর্মচারীদের দেশীয় অস্ত্র ও পিস্তলের মুখে জিম্মি করে দোকানে থাকা আনুমানিক ৬শ থেকে ৭শ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
বিষয়টি জানতে পেরে সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় তাদের আটকের চেষ্টা করে সাটুরিয়া থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পুলিশের সঙ্গে গুলাগুলির ঘটনা ঘটে। এ সময় ডাকাতের গুলিতে উপ-পরিদর্শক (এসআই) মো. আসলাম গুলিবিদ্ধ হন এবং ওহিদুজ্জামান নামে এক ব্যক্তির হাতে ককটেলে স্প্লিন্টার বিদ্ধ হয়ে আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে রাতেই ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
ডাকাতেকালে এলাকাবাসীর সহযোগিতায় সোহেল মোল্লা (২৬) নামের এক ডাকাত সদস্যকে আটক করে পুলিশ। আটক ডাকাত সদস্য সোহেল মোল্লা পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার উত্তর ভিটা বাড়িয়া মোল্লাবাড়ি এলাকার রহিম মোল্লার ছেলে।
এছাড়াও ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, একটি মাইক্রোবাস, দু’টি চাপাতি, ১১ দশমিক ১০ আনা স্বর্ণ ও স্বর্ণালঙ্কারের ৩১টি বাক্স উদ্ধার করা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
জিপি/