বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান আহমেদের সভাপতিত্বে অতিথি ভবনের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউরোপিয়ান ইউনিয়ন, স্থানীয় সরকার বিভাগ ও মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম তালুকদার।
কর্মশালায় গ্রাম আদালতের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা এবং জনসাধারণের সচেতনতা বৃদ্ধিতে গ্রাম আদালতের সহায়ক ভূমিকার ওপর বক্তব্য রাখেন অতিথিরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউএনডিপি’র প্রতিনিধি ফয়সাল মোস্তাফিজুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. শাহজাহান মিয়া, মাদারীপুর প্রেসক্লাবের আহব্বায়ক শাজাহান খান, শিবচর প্রেসক্লাবের সভাপতি একেএম নাসিরুল হক, মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ, শিবচর উপজেলা সমন্বয়কারী নাসির উদ্দিন লিটন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
টিএ