এসময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. চাঁদ সরদার (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে জেলা শহরের পূর্ব খাবাসপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।
আটক চাঁদ নওগাঁ জেলা সদরের বরুনকান্দি সরদারপাড়ার মো. আজাদ সরদারের ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের দুই নম্বর কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বংলানিউজকে জানান, ৭ নভেম্বর সকাল ৯টার দিকে ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে চাঁদসহ অজ্ঞাতনামা দুই/তিনজন ব্যক্তি তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ৮ নভেম্বর নওগাঁ থানায় অপহরণ মামলা দায়ের করেন। পরে তিনি মেয়েকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতারে র্যাবের সহযোগিতা চান।
বৃহস্পতিবার বিকেলে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা তদন্ত করে জানতে পারেন চাঁদ ওই ছাত্রীকে নিয়ে ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকার মো. নুরুজ্জামানের বাড়িতে অবস্থান করছেন। তাৎক্ষণিক ওই বাড়িতে অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার ও চাঁদকে আটক করা হয়।
উদ্ধার স্কুলছাত্রী ও আটক চাঁদকে নওগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
আরবি/