বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা ১০টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের মুক্তমঞ্চ থেকে নবান্ন উৎসবের শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে আবারও মুক্তমঞ্চে ফিরে আসে।
এরপর লুঙ্গি আর পাঞ্জাবি পরে মঞ্চে উঠে আসেন অতিথিরা। উরানগাইনে ধান ছাঁটার মধ্য দিয়ে নবান্ন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ ও কলেজ থিয়েটারের প্রধান উপদেষ্টা প্রফেসর মো. সামস্-উল আলম।
নবান্ন কথনের সভাপতিত্ব করেন কলেজ থিয়েটারের ভারপ্রাপ্ত সভাপতি সিজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যক্ষ প্রফেসর মো. সামস্-উল আলম। এছাড়া কলেজ থিয়েটারের উপদেষ্টা রংপুর কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খৈয়াম কাদের, কলেজ থিয়েটারের উপদেষ্টা নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. বেলাল হোসেন, আজিজুল হক কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জহুরা ওয়াহিদা রহমান, সহযোগী অধ্যাপক ড. গাজী তৌহিদুল আলম চৌধুরী, বগুড়া ইয়ুথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, বগুড়া বাউল গোষ্ঠীর সভাপতি আবু সাইদ সিদ্দিকী, কলেজ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বগুড়া থিয়েটারের সহ-সভাপতি অ্যাডভোকেট পলাশ খন্দকার প্রমুখ বক্তব্য দেন।
শুভেচ্ছা বক্তব্য দেন-কলেজ থিয়েটারের সাধারণ সম্পাদক ওসমান গণি ও নবান্ন উৎসব উদযাপনের আহ্বায়ক আরাফাত হোসেন। এরপর কলেজ থিয়েটারের নাট্যকর্মীরা দলীয় সংগীত পরিবেশন করেন।
মঞ্চায়িত হয় কলেজ থিয়েটারের নতুন নাটক ‘মহাদেব’।
নৃত্য পরিবেশন করেন নৃত্যছন্দম আর্টস একাডেমির নৃত্যশিল্পীরা। প্রথমবারের মতো কলেজ থিয়েটার মঞ্চায়ন করে কুশান পালা, নছিমন পালা, বেহুলার পালা, আলকাপ, ময়মনসিংহ গীতিকা, বিয়ের গীত এবং যাত্রাপালার আঙ্গিক নিয়ে ফিউশন পালা ‘সংসার’।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ থিয়েটারের সমন্বয়কারী আমজাদ হোসেন শোভন ও সাইফুল ইসলাম বুলবুল।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এমবিএইচ/আরআর