ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জীবনমান উন্নয়নে ১২৭৫০ নারীকে প্রশিক্ষণ দিচ্ছে পিডিবিএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
জীবনমান উন্নয়নে ১২৭৫০ নারীকে প্রশিক্ষণ দিচ্ছে পিডিবিএফ জীবনমান উন্নয়নে ১২৭৫০ নারীকে প্রশিক্ষণ দিচ্ছে পিডিবিএফ

নাটোর: নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে নাটোর অঞ্চলে ১২ হাজার ৭৫০ জন নারীকে পেশাগত দক্ষতা এবং জীবনযাত্রার মান উন্নয়নে প্রশিক্ষণ দিচ্ছে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) সম্প্রসারণ প্রকল্প।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে প্রকল্পের নাটোর আঞ্চলিক কার্যালয়ের উপ পরিচালক মো. আব্দুল মালেক বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

চলতি বছরে প্রকল্প এলাকার তিনটি জেলার ১৭টি উপজেলায় ঋণ সুবিধা গ্রহণকারী এক হাজার ৮৭টি সমিতির মনোনীত সদস্যদের অর্থনৈতিক ও সামাজিক মান উন্নয়নে বিভিন্ন ইস্যু ভিত্তিক এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

পিডিবিএফ সম্প্রসারণ প্রকল্প কার্যালয় সূত্রে জানা গেছে, দারিদ্র্য দূরীকরণ ও আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন পিডিবিএফ-এর সম্প্রসারিত প্রকল্পের কার্যক্রম শুরু করা হয়। পিডিবিএফ সম্প্রসারিত প্রকল্পের নাটোর অঞ্চলে নাটোর, রাজশাহী ও সিরাজগঞ্জ জেলার ১৭টি উপজেলায় ২০১৩ সালে কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত এক হাজার ৮৭টি সমিতি গঠনের মাধ্যমে সমিতির প্রায় ৩০ হাজার নারী সদস্যকে প্রায় ১০০ কোটি টাকার ক্রমপুঞ্জিভূত ঋণ দেওয়া হয়। ঋণের কার্যকরি ব্যবহার নিশ্চিত করতে এসব সদস্যকে পর্যায়ক্রমে পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। এছাড়া চাহিদা নিরুপন করে শাক-সবজি চাষ, গাভী পালন, গরু মোটাতাজাকরণ, ছাগল পালন ও হাঁস মুরগী পালন বিষয়ে উপজেলা পর্যায়ে তিন দিনের প্রশিক্ষণ ইতোমধ্যে শেষ হয়েছে।

সিংড়া উপজেলার একটি সমিতির সভানেত্রী ফাতেমা বেগম বাংলানিউজকে জানান, এই অর্থনৈতিক ও সামাজিক প্রশিক্ষণে প্রশিক্ষণ ভাতা দেওয়ায় প্রশিক্ষণার্থীদের উৎসাহ বাড়ছে।

গুরুদাসপুর উপজেলার প্রশিক্ষণার্থী রুনা বেগম বাংলানিউজকে জানান, পেশাগত দক্ষতা প্রশিক্ষণ নেওয়ার ফলে তার গরু মোটাতাজাকরণ খামারে কাজ করা সহজ হয়েছে।

অপর প্রশিক্ষণার্থী রেবেকা খাতুন বাংলানিউজকে জানান, সামাজিক প্রশিক্ষণ গ্রহণ করার ফলে তারা উপজেলার সরকারি বিভিন্ন অফিসের সেবা গ্রহণ সম্পর্কে জানতে পেরেছেন।

উপ পরিচালক মো. আব্দুল মালেক বাংলানিউজকে জানান, ঋণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ গ্রহণ করে সদস্যরা আত্ম-কর্মসংস্থানে সফলতা লাভ করছে। এছাড়া বিভিন্ন ইস্যুতে সামাজিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। আর এভাবে দারিদ্র্যতাকে জয় করে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।