বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে রামগতি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরআগে, বুধবার (১৫ নভেম্বর) থেকে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ শুরু হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এ প্রশিক্ষণে সিপিপি’র ৪৫ জন স্বেচ্ছাসেবক অংশ নেন। এতে প্রধান প্রশিক্ষক ছিলেন সিপিপি’র নোয়াখালী অঞ্চলের উপ-পরিচালক মো. শরাফাত হোসেন খাঁন।
উপস্থিত ছিলেন সিপিপি’র উপজেলা টিম লিডার মাঈন উদ্দিন, ইউনিয়ন টিম লিডার মীর খবির উদ্দিন মিয়া।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এসআরএস