ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ

ঢাকা: বাংলাদেশ বিমান বাহিনীর ৫৯তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারের ফ্লাইট সেফটি ইনিস্টিটিউটে এ অনুষ্ঠান হয়।

সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন ও প্রশিক্ষণ) এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন।

কোর্সে সেরা নৈপুণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মো. শাহাদাৎ হোসেন ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ পান।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, ‘উড্ডয়ন নিরাপত্তার ক্ষেত্রে যথাসময়ে অনুমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়েই আপনাদের অভিজ্ঞাতা ও জ্ঞান পরীক্ষার সম্মুখীন হবে। এসময় উড্ডয়ন নিরাপত্তা বৃদ্ধিতে উদ্ভাবনী ধারণাকে কাজে লাগাতে কোর্স থেকে অর্জিত জ্ঞান অন্যদের সঙ্গে বিনিময় করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিমান সদর ও ঘাঁটির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ৯ জন ও বাংলাদেশ নৌ-বাহিনী, ভারতীয় বিমান বাহিনী এবং রাজকীয় সৌদি বিমান বাহিনীর ১ জন করে ১২ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।