শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বাস রাজশাহী মহানগরীর উপকণ্ঠে বায়া উত্তরা হিমাগারের সামনে একটি খড়িবোঝাই ভটভটিকে ওভারটেক করতে যায়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী মারা যায়। নিহত একজনের নাম শহিদুল ইসলাম (৩৫)। তবে তার স্ত্রীর নাম জানা যায়নি। এছাড়াও মোটরসাইকেলে থাকা তাদের ৭ বছরের মেয়ে গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনায় আহত বাসের ৩০ যাত্রীকেও রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর বায়া কলেজ শিক্ষক আব্দুল হান্নান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি রাজশাহী থেকে নওগাঁর দিকে যাচ্ছিলো। পথে বায়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বামপাশে খাদে পড়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে বাসটি উদ্ধারে কাজ শুরু করেন।
পরে ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেওয়া হলে বাস থেকে যাত্রীদের উদ্ধার তৎপরতা শুরু হয়।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭/আপডেট: ১৬৩৩ ঘণ্টা
এসএস/জেডএস