শুক্রবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নান্দাইল মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল কাইয়ুম বাংলানিউজকে জানান, ১৯৭১ সালের এদিনে নান্দাইলকে হানাদার মুক্ত করতে পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের বিরুদ্ধে দীর্ঘ সাড়ে চারঘণ্টা সম্মুখযুদ্ধে অংশ নেন মুক্তিযোদ্ধারা।
কিন্তু যুদ্ধের পরিকল্পনা আগেই রাজাকারদের কাছে ফাঁস হয়ে যাওয়ায় তারা পিছু হটতে বাধ্য হয়। এ যুদ্ধে শামছুল হক ও ইলিয়াস উদ্দিনসহ চাজন মুক্তিযোদ্ধা শহীদ হন। গুরুতর আহত হন মুক্তিযোদ্ধা বিদ্যুত প্রসাদ রায় ও সুশীল কুমার সাহা।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
এমএএএম/ওএইচ/