ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নান্দাইলে শহীদ দিবসে আলোচনা সভা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
নান্দাইলে শহীদ দিবসে আলোচনা সভা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: নান্দাইলে মুক্তিযুদ্ধ ও শহীদ দিবসে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নান্দাইল মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল কাইয়ুম বাংলানিউজকে জানান, ১৯৭১ সালের এদিনে নান্দাইলকে হানাদার মুক্ত করতে পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের বিরুদ্ধে দীর্ঘ সাড়ে চারঘণ্টা সম্মুখযুদ্ধে অংশ নেন মুক্তিযোদ্ধারা।

ওইদিন আব্দুল মোতালিব আকন্দ, মাঝারুল হক ফকির ও এবি ছিদ্দিকের নেতৃত্বে নান্দাইল থানাকে হানাদার ও রাজাকারমুক্ত করতে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযোদ্ধারা।

কিন্তু যুদ্ধের পরিকল্পনা আগেই রাজাকারদের কাছে ফাঁস হয়ে যাওয়ায় তারা পিছু হটতে বাধ্য হয়। এ যুদ্ধে শামছুল হক ও ইলিয়াস উদ্দিনসহ চাজন মুক্তিযোদ্ধা শহীদ হন। গুরুতর আহত হন মুক্তিযোদ্ধা বিদ্যুত প্রসাদ রায় ও সুশীল কুমার সাহা।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭ 
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।