ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে ২৫ মণ জাটকা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
গৌরনদীতে ২৫ মণ জাটকা জব্দ

বরিশাল: বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে তিনটি যাত্রীবাহী বাস থেকে ২৫ মণ জাটকা জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ।

শুক্রবার (১৭ নভেম্বর) সকালে এসব জাটকা বিভিন্ন এতিমখানা ও গরীব-দুস্থদের মাঝে বিতরণ করা হয়।  

এর আগে, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দিনগত রাতে গৌরনদী থানাধীন উত্তর পালরদী এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে পৃথক তিনটি বাসে তল্লাশি করে জাটকাগুলো জব্দ করা হয়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বরিশাল মহাসড়কে পুলিশ চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। অভিযানকালে পটুয়াখালী, আমতলী ও বরগুনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিনটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে মোট ২৫ মণ জাটকা জব্দ করা হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া বাসগুলোতে যাত্রী থাকায় তাদের দুর্ভোগ লাঘবে মাছগুলো জব্দ করে বাস তিনটি ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।

বাংলা‌দেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।