চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার প্রথমার্ধ গোল শুন্য ভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধের ২৭ মিনিটে মাগুরা আছাদুজ্জামানের পক্ষে নাইজেরিয়ান ফরোয়ার্ড বেলাল গোল করে দলকে এগিয়ে নেন।
১৮ সেপ্টেম্বর শনিবার দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলায় চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের মুখোমুখি হবে টাঙ্গাইল আরিয়ান স্পোটিং ক্লাব।
আছাদুজ্জামান ফুটবল একাডেমির আয়োজনে বসুন্ধরা সিমেন্টের সহযোগিতায় ঢাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড, ঢাকা সাইফ স্পোটিং ক্লাব, বাংলাদেশ নৌবাহিনীসহ দেশসেরা ১৭টি দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
গত ১০ সেপ্টেম্বর শুক্রবার বেলা আড়াইটায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ এমপি প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ১৭ নভেম্বর, ২০১৭
আরএ