ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সব গুণিজনকে ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সম্মানিত করা হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
সব গুণিজনকে ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সম্মানিত করা হবে ক্রীড়া মাসের উদ্বোধন করেন ডা. দীপু মনি

চাঁদপুর: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি বলেছেন, আমরা সব গুণিজনকে ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সম্মানিত করবো। কারণ এসব গুণিজনের পথে ধরেই আমরা আজ প্রতিষ্ঠিত।

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্টেডিয়ামে তৃতীয় ক্রীড়া মাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, খেলাধূলা শুধুমাত্র উৎসাহের জন্য নয়।

বরং তরুণ সমাজকে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস থেকে দূরে রাখার জন্য এটিও একটি মাধ্যম। প্রতি বছর মাসব্যাপী খেলাধূলার এ ধরনের আয়োজনের জন্য জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জানাই।

উদ্বোধন শেষে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগ সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।

ক্রীড়া মাসের প্রথম দিনে ভাষা বীর এম এ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্ট ক্লাবের মাধ্যমে ক্রীড়া মাসের খেলার শুভ সূচনা হয়। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন সোনালী অতীত ক্লাব বনাম কিশোর ক্লাব।
 
ক্রীড়া মাসে ফুটবল, ক্রিকেট, কাবার্ডি, হ্যান্ডবল, সাঁতার, লন টেনিস, টেবিল টেনিস, বাস্কেটবল, ব্যাডমিন্টন, এ্যাথলেটিক্স, ক্যারামসহ মোট ১২ ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ১৭ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।