ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাধবপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
মাধবপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অগ্নিকাণ্ডে দুই ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। শনিবার (১৭ নভেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে উপজেলার মধ্য হরিণখোলা গ্রামের জুবাইদ আবেদীন দিপুর মালিকানাধীন আবেদীন স্টোরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানসহ পার্শ্ববর্তী ধানের আড়তে ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে মাধবপুর ফায়ার স্টেশনের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।
ফায়ারম্যান সোহেল আহমেদ বাংলানিউজকে জানান, আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে এবং কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, ১৮ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।