কর ফাঁকি দিতে কিংবা তা এড়ানোর জন্যে দেশের বাইরে বিভিন্ন অফশোর কোম্পানিতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছেন তারা।
শনিবার (১৮ নভেম্বর) সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।
গোপন নথি অনুযায়ী, ব্যবসায়ী আউয়াল পরিবার বারমুডায় ১৯৯৯ সাল থেকে অফসোর কোম্পানিতে বিনিয়োগ করেছেন। এনএফএম এনার্জি লিমিটেড নামে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানিরতে মিন্টুর স্ত্রী নাসরিন ফাতেমা আউয়ালসহ তিন ছেলে তাবিথ আউয়াল, তাফসির মোহাম্মদ আউয়াল এবং তাজওয়ার মোহম্মাদ আউয়ালের শেয়ার রয়েছে।
আরও পড়ুন>>
** প্যারাডাইস কেলেঙ্কারি: কর ফাঁকির তালিকায় অ্যাপল-শেভরন
** এবার প্যারাডাইস কেলেঙ্কারি, বেরিয়ে এলো থলের বেড়াল
সম্প্রতি জার্মান দৈনিক জিটডয়েচ সাইটং বিশ্বমোড়লদের হাঁড়ির খবর দেওয়ার পাশাপাশি ফাঁস করেছে বাংলাদেশি ব্যবসায়ী ও রাজনীতিকদের নামও। সেখান থেকে ১ কোটি ৩৪ লাখ (প্রায় ১৩.৪ মিলিয়ন) গোপন নথির তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও খতিয়ে দেখছেন আইসিআইজে’র সদস্যরা ৬৭টি দেশের ৩৮০ সাংবাদিক। এরমধ্যে বিবিসি, গার্ডিয়ানসহ বিভিন্ন দেশের ১০০টি সংবাদমাধ্যমের সাংবাদিকও রয়েছেন।
প্যারাডাইস পেপারসে ১৮০টি দেশের নাগরিক কিংবা প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে। যারা দেশে কর থেকে বাঁচার জন্য বিভিন্ন ট্যাক্স হেভেনে (কর দিতে হয় না কিংবা খুবই নিম্ন হারে কর দেওয়া যায় এমন দেশ) বিনিয়োগ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
তালিকায় ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোসহ বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক ও ব্যবসায়ীর নাম উঠে এসেছে।
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
এমএ/