ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে পণ্ড

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
রূপগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে পণ্ড

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে রিতু আক্তার নামে ৯ম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে পণ্ড করা হয়েছে। 

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে ইউএনও আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের নির্দেশে পুলিশ বিয়েটি বন্ধ করে। রিতু উপজেলার সদর ইউনিয়নের ভিংরাব এলাকার সিদ্দিক মিয়ার মেয়ে।

সে স্থানীয় জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে দেওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে স্থানীয় গণমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে এবং যাচাই বাচাই করে বিয়েটি বন্ধ করে দেয় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।