ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
সিরাজগঞ্জে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বাবা-ছেলে হত্যা মামলাসহ আটটি মামলার পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে রতনকান্দি ইউনিয়নের বাহুকা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।  

গ্রেফতারকৃতরা হলেন- বাহুকা পূর্বপাড়ার মৃত জয়নাল মণ্ডলের ছেলে শফিকুল ইসলাম (৩৫) ও তার ছোট ভাই আব্দুল হাকিম মণ্ডল (২৮) এবং একই এলাকার চান উল্লাহ সেখের ছেলে দুলাল সেখ (৪০)।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, ২০১৫ সালে যমুনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় বাহুকা পূর্বপাড়া এলাকার এজবাহার আলী ও তার ছেলে আশিক নিহত হন। গোপন সংবাদের ভিত্তিতে বাহুকা বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতার হত্যা মামলা ছাড়াও ডাকাতি, অপহরণ, মারামারি ও দ্রুত বিচার আইনে দায়ের হওয়া অন্তত আটটি মামলার পরোয়ানাভুক্ত আসামি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার (১৯ নভেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।