শনিবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ওই অঞ্চলের শতাধিক আলু চাষি অংশ নেন।
আগাম আলু চাষিদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে একটি বেসরকারি ওষুধ কোম্পানি।
নিতাই ইউনিয়নের আলু চাষি রেয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই ওষুধ কোম্পানির ডিজিএম (মাকেটিং) আনছার আলী।
এসময় কোম্পানিটির রংপুর বিভাগের এরিয়া সেলস ম্যানেজার তাপস কুমার ঘোষ, সেলস প্রমোশন অফিসার নুরুজ্জামান আলী, পরিবেশক লুৎফর রহমান লুতু, আলু চাষি শামীম হোসেন বাবু প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
ওএইচ/