শনিবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহিনুর নাচনাপাড়া ইউনিয়নে মো. আব্দুল জলিলের স্ত্রী।
পলিশ সূত্রে জানা যায়, দুপুরে শাহিনুর ও তার স্বামী জলির দুজনের মধ্যে সুপারি বিক্রি করা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে শাহিনুর কোনো এক সময় বিষাক্ত ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেস্টা করে। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডা. মো. হারুন-আর-রসিদ মৃত ঘোষণা করেন।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ থানা নিয়ে আসে। রোববার (১৯ নভেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এ ব্যাপাবে পাথরঘাটা থানায় একটি (ইউডি) অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
জিপি/