শনিবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে বনরূপা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, দুপুরে বনরূপা হাট বাজারে ফখরুল ক্রেতা সেজে জাল টাকা দিয়ে বনরূপা বাজারের ব্যবসায়ী সুশান্তি চাকমার কাছ থেকে কমলা কেনার সময় জাল টাকা শনাক্ত করেন তিনি।
পরে ব্যবসায়ী সমিতির নেতারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ফখরুলকে আটক করে নিয়ে যায়। তার কাছ থেকে ৯ হাজার ৫শ টাকার জাল নোট এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়ুয়া বাংলানিউজকে বলেন, আটক ফখরুলের বিরুদ্ধে রাতে থানায় একটি জালিয়াতি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৪২৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
জিপি/এসআইএস