ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুর্নীতি দূর করতে সরকারি কর্মকর্তাদের এগিয়ে আসতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
দুর্নীতি দূর করতে সরকারি কর্মকর্তাদের এগিয়ে আসতে হবে বিপিএটিসিতে সনদ পত্র তুলে দিচ্ছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সমাজ থেকে দুর্নীতি দূর করতে সরকারি কর্মকর্তাদের সবার আগে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ৬৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ইসমাত আরা সাদেক বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

কোথাও কোনো দুর্নীতি নেই, প্রতিটি প্রতিষ্ঠান সঠিকভাবে সেবা দিতে পারছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সরকারি কর্মকর্তারা সরকারের উন্নয়ন দেশের প্রতিটি গ্রামে ছড়িয়ে দেবেন এমনটাই আমি আশা করি।

ছয় মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩১৩ জন নবীন প্রশিক্ষণার্থী অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোজাম্মেল হক খান, রেক্টর ড. এম আসলাম আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।