ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাট সওজের কর্মচারীদের ৫ দিনের কর্মবিরতি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
বাগেরহাট সওজের কর্মচারীদের ৫ দিনের কর্মবিরতি শুরু  বাগেরহাটের সওজ শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি

বাগেরহাট: সাত দফা দাবিতে পাঁচ দিনের পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) বাগেরহাটের শ্রমিক-কর্মচারীরা।

রোববার (১৯ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ কর্মবিরতি ২৩ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন শ্রমিক-কর্মচারীরা।

কর্মবিরতির প্রথমদিনে দুপুরে সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বাগেরহাট জেলা শাখার সভাপতি সরদার আব্দুর রশিদ, সংগঠনের উপদেষ্টা মো. সরোয়ার হোসেন, সহ সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের ৭,০৫৯ জন ওয়ার্কচার্জড কর্মচারী দীর্ঘ ৩০/৩৫ বছর ধরে চাকরি করলেও নিয়মিত হয়নি। চাকরি শেষে তাদের খালি হাতে বিদায় নিতে হচ্ছে। যারা চাকরি থেকে অবসর নিয়েছেন তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। তাই তাদের চাকরি নিয়মিত করাসহ সব সুযোগ সুবিধা দেয়া হোক।
 
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ১৯ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।