রোববার (১৯ নভেম্বর) সকালে মিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার হয়।
কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ বিভাষ চন্দ্র সাহার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান।
মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মিরপুর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা, কৃষি সম্পসারণ অধিদফতরের আইসিটি উইং-এর পিপিআই, ম্যানেজমেন্ট প্রোগ্রামার ও কৃষি সম্প্রসারণ বাতায়নের ফোকাল আজম উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই কৃষি সম্প্রসারণ বাতায়নের ফ্যাসিলিটেটর ও টিম লিডার শাহানুর সাব্বীর, কনসালটেন্ট তানভীর কাদের, কৃষি কর্মকর্তা সামিউর রহমান, সফটওয়্যার ইঞ্জিনিয়ার শাহাদৎ হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে এটুআই-এর সংযুক্তি ওবায়দুল রেজা, রাসেল মিয়া, মিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান বাহাদুর শেখ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
টিএ