রোববার (১৯ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। শনিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া সালাহ উদ্দিন হোমনা উপজেলার সরকার বাড়ির মো. বাহাদুর সরকারের ছেলে। তার বিরুদ্ধে থানায় ৩টি ডাকাতি, ৩টি দস্যুতা, চাঁদাবাজি ও অপহরণ ১টি, মাদক ২টি, অন্যান্য ২টি এবং বর্তমানে ১টি অস্ত্র ও ১টি মাদকসহ মোট ১৪টি মামলা রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে উপজেলা সদরের পল্লী বিদ্যুৎ সংলগ্ন নবী হোসেনের বাড়ি থেকে সালাহ উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।
এ সময় তার দেহ তল্লাশি করে ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার ছিনাইয়া সংলগ্ন উত্তরকান্দি কবরস্থানের মাটির নিচ থেকে পলিথিনে মোড়ানো একটি দেশীয় বন্দুক ও দুই পিস কার্তুজ উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমদ নিজামী বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এমজেএফ