রোববার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সদরের রায়েন্দা বাজারের ওই হোটেলের চারতলার চার নম্বর কক্ষ থেকে বোমা তৈরির গান পাউডার এবং লোহা ও পিতলের স্প্লিন্টার জব্দ করা হয়।
হোটেল ম্যানেজার মো. সাহাবুদ্দিন বাংলানিউজকে জানান, চারদিন আগে (১৫ নভেম্বর) দুপুরে মাহতাব উদ্দিন ও আজাদুল নামে দুই ব্যক্তি হোটেলের চারতলার চার নম্বর কক্ষ ভাড়া নিয়ে কিছু মালপত্র রেখে চলে যান।
তিনি আরো জানান, কক্ষ ভাড়া নেওয়ার সময় দেওয়া তথ্য অনুযায়ী ওই দু’জন হলেন-বগুড়ার আদমদীঘি উপজেলার পাহালোহা আলীপাড়ার মৃত. মমতাজ উদ্দিনের ছেলে মাহতাব উদ্দিন ও একই এলাকার সাদেক আলীর ছেলে আজাদুল।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম বাংলানিউজকে জানান, আল-মদিনা (পিংকি) আবাসিক হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পেয়ে একটি কক্ষে তল্লাশি চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। কারা কেন এখানে এসব রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এসআই