রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে সকালে অর্জুনতলা ইউনিয়নের আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পারভিন আক্তার মিলি সেনবাগ পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের বিন্নাগনি গ্রামের মৃত মোকলেছুর রহমানের মেয়ে ও সেনবাগ এমএম চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
স্কুলের প্রধান শিক্ষক ওয়াজি উল্যা বাংলানিউজকে জানান, সকালে গ্রামের বাড়ি থেকে স্কুলে আসার পথে অর্জুনতলার আমতলী এলাকায় পৌঁছলে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কায় গুরুতর আহত হয় স্কুল ছাত্রী পারভিন আক্তার মিলি।
পরে স্কুলের অপর শিক্ষার্থী ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী জানান, ঘটনার পরপরই স্থানীয় লোকজন মোটরসাইকেলটি জব্দ করেছে।
এ বিষয়ে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
ওএইচ/