রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের ব্যবসায়ীপাড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম সরওয়ার কামালের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করে পুলিশের একটি দল।
ইউএনও এসএম সরওয়ার কামাল বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার হোসনে মোবারকের বসতবাড়িতে অভিযান চালানো হয়।
নাইক্ষ্যংছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক বাংলানিউজকে জানান, অভিযুক্ত হোসনে মোবারক ইতিপূর্বে ইয়াবাসহ আটক হয়ে কারাভোগ করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলবে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৬৩৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
ওএইচ/