সোমবার (২০ নভেম্বর) সকালে রাজধানীর ধানমণ্ডি ১৩ নম্বর সড়কের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে জানান, হুণ্ডির মাধ্যমে ৮ কোটি টাকা অর্জনের অভিযোগে পঙ্কজ রায়ের বিরুদ্ধে রোববার (১৯ নভেম্বর) রমনা থানায় দুর্নীতির মামলাটি করে দুদক।
পঙ্কজ রায়কে গ্রেফতারে রোববার রাতেই তার বাসায় যান দুদকের কর্মকর্তারা। কিন্তু কেউ দরজা না খোলায় ঘেরাও করে বাসার সামনে ওঁৎ পেতে থাকেন তারা। সোমবার সকালে বাসা থেকে বের হওয়ার সময় গ্রেফতার করে পঙ্কজ রায়কে দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এসজে/এএসআর