ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে তারেক রহমানের ৫৩তম জন্মদিন উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
বরিশালে তারেক রহমানের ৫৩তম জন্মদিন উদযাপন তারেক রহমানের জন্মদিন উদযাপন করছেন নেতাকর্মীরা-ছবি-বাংলানিউজ

বরিশাল: বরিশালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উদযাপন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো।

সোমবার (২০ নভেম্বর) বেলা ১২টায় নগরের সদররোডস্থ দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি।

দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে কেক কাটা অনুষ্ঠানে বক্তব্য দেন-কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, সহ-সভাপতি সৈয়দ আবুল হোসেন, কোতয়ালি বিএনপির সভাপতি অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু প্রমুখ।

বক্তব্য শেষে বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে কেক কাটা হয়।

বেলা সাড়ে ১১টায় জন্মদিন উপলক্ষে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে তৈরি মঞ্চে কেক কাটার আয়োজন করে দক্ষিণ জেলা যুবদল।  

যুবদলের বরিশাল দক্ষিণ জেলার সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে কেক কাটা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু, বিএনপি নেতা সাহেদ আকন সম্রাট, মওলা রাব্বি শামীম প্রমুখ।

বরিশালে তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে বেলা ১১টায় কেক কাটেন বরিশাল মহানগর যুবদলের নেতাকর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বরিশাল মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক মাসুদ হাসানি মামুন, সিনিয়র সহ-সভাপতি কামরুল আহসান রতন প্রমুখ।

তবে যুবদলের পক্ষ থেকে দলীয় কার্যালয় সংলগ্ন অশ্বিনী কুমার হলের সামনে সকালে মঞ্চ তৈরি করা হলে অনুমতি না থাকায় তা ভেঙে দেয় পুলিশ। পরে অনুমতি সাপেক্ষে সে মঞ্চটি দলীয় কার্যালয়ের সামনে আবার তৈরি করেন দক্ষিণ যুবদলের নেতাকর্মীরা। পাশাপাশি সেখানে পুলিশের উপস্থিতিতে কেক কাটা কর্মসূচি উদযাপন করেন নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এমএস/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।