ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জামিন পেলেন অ্যালায়েন্স সিকিউরিটিজের চেয়ারম্যান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
জামিন পেলেন অ্যালায়েন্স সিকিউরিটিজের চেয়ারম্যান

ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতি মামলায় ব্রোকারেজ হাউজ অ্যালায়েন্স সিকিউরিটিজের চেয়ারম্যান পঙ্কজ রায়ের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২০ নভেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ পরিচালক সিলভিয়া ফেরদৌস।  

এ সময় তার পক্ষে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট শাহরিয়ার কবির।

জামিনের বিরোধিতা করেন দুদকের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পি) মাহমুদুল হোসেন জাহাঙ্গীর।  

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জর করেন।

এর আগে পঙ্কজ রায়কে রাজধানীর ধানমণ্ডি ১৩ নম্বর সড়কের বাসা থেকে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি পঙ্কজকে সম্পদের বিবরণী দাখিল করার নির্দেশ দেয় দুদক। ২৮ ফেব্রুয়ারি পঙ্কজ দুদকে তার সম্পদের হিসাব বিবরণী দাখিল করেন।

দুদক মামলায় দাবি করে, পঙ্কজ তার হিসাব বিবরণীতে আট কোটি পঞ্চান্ন লাখ একচল্লিশ হাজার একশ’ ছয় টাকা আয়ের কোন বৈধ উৎস দেখাতে পারেন নি।

এমন অভিযোগে ১৯ নভেম্বর রাজধানীর রমনা থানায় দুর্নীতির এ মামলাটি দায়ের করে দুদক।

বাংলাদেশ সময়:১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।