সোমবার (২০ নভেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ পরিচালক সিলভিয়া ফেরদৌস।
এ সময় তার পক্ষে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট শাহরিয়ার কবির।
শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জর করেন।
এর আগে পঙ্কজ রায়কে রাজধানীর ধানমণ্ডি ১৩ নম্বর সড়কের বাসা থেকে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি পঙ্কজকে সম্পদের বিবরণী দাখিল করার নির্দেশ দেয় দুদক। ২৮ ফেব্রুয়ারি পঙ্কজ দুদকে তার সম্পদের হিসাব বিবরণী দাখিল করেন।
দুদক মামলায় দাবি করে, পঙ্কজ তার হিসাব বিবরণীতে আট কোটি পঞ্চান্ন লাখ একচল্লিশ হাজার একশ’ ছয় টাকা আয়ের কোন বৈধ উৎস দেখাতে পারেন নি।
এমন অভিযোগে ১৯ নভেম্বর রাজধানীর রমনা থানায় দুর্নীতির এ মামলাটি দায়ের করে দুদক।
বাংলাদেশ সময়:১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এমআই/জেডএস