সোমবার (২০ নভেম্বর) দুপুর ৩টায় সচিবালয়ে কানাডার হাইকমিশনার বেনয়েট প্রিফন্টেইনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, নূর চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়ে আমরা আজও আলোচনা করেছি।
আনিসুল হক বলেন, আমরা বলেছি যেহেতু সে (নূর চৌধুরী) আত্মস্বীকৃত খুনি এবং জাতির জনকের হত্যাকারী হিসেবে দেশের সর্বোচ্চ আদালতে শাস্তিপ্রাপ্ত। তাই তাকে সবসময় ফিরিয়ে দেওয়ার দাবি আমরা করে যাব।
রাতারাতি নূর চৌধুরীকে ফিরিয়ে আনা সম্ভব না উল্লেখ করে মন্ত্রী বলেন, তাকে ফিরিয়ে আনতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
আরএম/এমজেএফ