সোমবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর বাজারের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
শরিফুল ইসলাম সান্টু লালপুর উপজেলার ধুপইল গ্রামের রেকাত আলীর ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওবায়েদ বাংলানিউজকে জানান, ২০১২ সালে নারী ও শিশু নির্যাতন আইনে শরিফুল ইসলাম সান্টুকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেয় আদালত। রায়ের পর থেকে গত পাঁচ বছর ধরে শরিফুল পালিয়ে বেড়াচ্ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টার দিকে বাগাতিপাড়ার দয়ারামপুর বাজারের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এনটি