ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উল্টোপথে প্রাইভেটকার-মোটরসাইকেল, ৯ চালককে জরিমানা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
উল্টোপথে প্রাইভেটকার-মোটরসাইকেল, ৯ চালককে জরিমানা উল্টোপথে আসা প্রাইভেটকার আটক করছেন ট্রাফিক সার্জেন্ট/ছবি: জিএম মুজিবুর

ঢাকা বিশ্ববিদ্যালয়: ট্রাফিক আইন ভঙ্গ করে উল্টোপথে আসায় চার প্রাইভেটকার ও পাঁচ মোটরসাইকেল চালককে জরিমানা করেছে ট্রাফিক সার্জেন্ট। 

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত মোড়ে অভিযান চালিয়ে এসব চালকদের জরিমানা করা হয়।

নিউমার্কেট থানা ট্রাফিক জোনের সার্জেন্ট রুবেল রানা বাংলানিউজকে বলেন, আইন ভঙ্গ করে উল্টোপথে আসায় চার প্রাইভেটকারের বিরুদ্ধে ১৪০ (২) ধারা ও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য ১৫৭ ধারায় মামলা দেওয়া হয়েছে।

একইসঙ্গে প্রত্যেক চালককে ৪শ টাকা করে জরিমানা করা হয়।
উল্টোপথে আসা প্রাইভেটকার আটক করছেন ট্রাফিক সার্জেন্ট/ছবি: জিএম মুজিবুর
এছাড়া পাঁচজন মোটরসাইকেলের চালককে জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

উল্টোপথে যাওয়ার কারণ জানতে চাইলে প্রাইভেটকারের চালক ইঞ্জিনিয়ার রাশেদ কবির বাংলানিউজকে বলেন, আমি আজিমপুর থেকে বারিধারা যাবো। আমার সামনের গাড়িগুলো উল্টোপথ দিয়ে যাচ্ছিলো। সেজন্য আমিও এসেছি।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।