সোমবার (২০ নভেম্বর) সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ কে এম শাহজাহান কামালের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে জবাব দেন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।
সংসদে দেওয়া মন্ত্রীর লিখিত উত্তরে জানানো হয়, ৩৯ কোটি ৯৩ লাখ টাকার মধ্যে গ্যাস ও জ্বালানি খাতে ৬ কোটি ৪৮ লাখ টাকা, পেট্রল ও লুব্রিকেন্ট খাতে ৩২ কোটি টাকা এবং জলযানে পেট্রল ও লুব্রিকেন্ট খাতে ১ কোটি ৪৫ লাখ টাকা খরচ হয়।
জনপ্রশাসন মন্ত্রী আরও জানান, প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তারা (উপসচিব থেকে সিনিয়র সচিব পর্যন্ত) সার্বক্ষণিক ব্যবহারের জন্য সরকারি যানবাহন অধিদপ্তর থেকে একটি সিডান কার বরাদ্দ পেয়ে থাকেন। বরাদ্দ হওয়া যানবাহন চালানোর অনুমোদন পাওয়া কর্মকর্তারা মাসিক ১৮০ লিটার পেট্রল অথবা সিএনজিচালিত গাড়িতে স্টার্টআপ হিসেবে ২৭ লিটার পেট্রল ও ২৭০ ঘনমিটার গ্যাস জ্বালানি হিসেবে নিজ নিজ মন্ত্রণালয় থেকে পেয়ে থাকেন।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এসএম/এমজেএফ