সোমবার (২০ নভেম্বর) দুপুরে কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
সামাজিক সংগঠন গৌরবজ্জল-৯৯ এর সহযোগিতায় কলাপাড়া প্রেসক্লাবের আয়োজনে কর্মসূচিতে সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহ উদ্দিন মাননু।
মানববন্ধনে বক্তব্য দেন-সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উপজেলা সভাপতি শামসুল আলম, পটুয়াখালী জেলা পরিষদের সদস্য এস এম মোশারফ হোসেন, কমিউনিস্ট পার্টির উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাসির তালুকদার, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহসীন পারভেজ, টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, গৌরবজ্জল-৯৯ এর সদস্য এস এম শামসুল আরেফিন, সুহৃদ-৯৮ এর সভাপতি গাজী রাইসুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা জামান সুজন প্রমুখ।
এসময় বক্তরা বলেন, কলাপাড়ায় পায়রা বন্দর নির্মাণের জন্য সরকার উদ্যোগ গ্রহণ করলে স্বাগত জানায় স্থানীয়রা। দেশের স্বার্থে কলাপাড়া উপজেলার টিয়াখালী ও লালুয়া ইউনিয়নের কৃষক ও জমির মালিকরা কয়েক হাজার একর জমি অধিগ্রহণ বাবদ দিয়েছে সরকারকে। তারা স্বেচ্ছায় তাদের জমি দিয়ে সরকারের এ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করেছেন। পায়রা বন্দরের চলমান নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতার ভিত্তিতে স্থানীয়দের নিয়োগের জোর দাবি জানান তারা।
মানববন্ধন শেষে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এমএস/আরআর