শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মেহেদী হাসান জানান, রাজেন্দ্রপুর এলাকায় সড়কের পাশে ওই বাসটি দাঁড় করিয়ে রেখে মশার কয়েল জ্বালিয়ে চালক ও হেলপার বাসের ভিতর ঘুমাচ্ছিলেন। এক পর্যায়ে ওই কয়েল থেকে বাসের মধ্যে আগুন লেগে যায়।
এসময় চালক ও হেলপার বাস থেকে বেরিয়ে চিৎকার শুরু করে রোকজন জড়ো হয়। পরে খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। আগুনে ওই বাসের সামনের অংশ ও গ্লাস পুড়ে আনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
আরএস/এএ