মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় একথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ফরাস উদ্দিন বলেন, দুর্নীতিবাজরা আগের চেয়ে বেশি সক্রিয়।
তিনি আরও বলেন, ‘২০০৮-০৯ সালে বাজেটের আকার ছিলো ৯৯ হাজার কোটি টাকা আর এখন সাড়ে ৪ লাখ কোটি টাকা। এখানেই বুঝতে হবে, আমাদের উন্নয়ন হচ্ছে। অন্যদিকে মোবাইল ব্যাংকিংয়ে লুটপাট হচ্ছে। এ বিষয়টি বাংলাদেশ ব্যাংকের আরও বেশি তদন্ত করা দরকার। তবে আশঙ্কার কথা হচ্ছে, গত ১১ বছরে বাংলাদেশ থেকে ৬৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এর মধ্যে রয়েছে ২০১৩ সালে ৫৬ বিলিয়ন ডলার ও ২০০৯ সালে ৯ বিলিয়ন ডলার। কাজেই দুদককে আরও বেশি শক্তিশালী হতে হবে’।
আলোচনা সভার সভাপতি দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘উন্নয়ন ও দুর্নীতি যমজ ভাই। তাই এটি একইসঙ্গে চলতে থাকে। তবে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে, দুর্নীতির লাগাম টেনে ধরা। এজন্য এমন কিছু করতে চাই না, যা শুরু করে শেষ করতে পারবো না। তাই মামলায় জয়লাভ করা যায়, এমন মামলাগুলোই এখন শুধু আমরা করে থাকি। তবে মামলার হার কমলেও তদন্তের গুণগত মান বেড়েছে’।
তিনি আরও বলেন, ‘আমরা এখনো জনগণের আস্থা তৈরি করতে পারিনি। অনেক বড় দুর্নীতিবাজের কাছে যেতে পারিনি। তবে আমাদের কিন্তু সাহস আছে। এজন্য সমাজের পরিবেশ ও পরিস্থিতি বুঝে কাজ করতে হবে। দুদকের প্রতি মানুষের আস্থা বাড়াতে হবে’।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন দুদকের সচিব শামসুল আরেফিন, কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, ড. নাসির উদ্দিন আহমেদ প্রমুখ।
সকালে সকল কর্মকর্তা-কমর্চারীকে নিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
এসজে/এএসআর