মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে হোসেনপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে এ সততা স্টোরের উদ্বোধন করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন।
হোসেনপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও আবদুল্লাহ আল মামুন বলেন, এর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা মূল্যবোধ ও জবাবদিহিতায় শিক্ষণীয় হয়ে ভবিষ্যত জাতি গঠনে সততার পরিচয় বহন করবে।
তিনি আরও বলেন, যেখানে কোনো দোকানদার থাকবে না, কোনো প্রকার সিসি ক্যামেরা থাকবে না, অথচ মালামাল থাকবে। সেখান থেকে প্রয়োজন মতো জিনিস নিয়ে শিক্ষার্থীরা স্ব-উদ্যোগে ক্যাশ বাক্সে টাকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন- কলেজের অধ্যক্ষ মিজবাহ উদ্দিন হেলাল, দুপ্রক’র সাধারণ সম্পাদক মো. জহির রায়হান, সহকারী উপজেলা প্রোগ্রামার আনোয়ার হুসেন, প্রভাষক মো. জাকির হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
আরবি/