মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ পাইকপাড়া এলাকার একটি আরবি কোচিং সেন্টার থেকে তাকে আটক করা হয়।
আটক নাঈম বগুড়া জেলার সারিয়াকান্দি থানার জোরগাছা বজলুর রহমানের ছেলে ও নারায়ণগঞ্জ পাইকাপাড়া কবরস্থান সংলগ্ন একটি কোচিং সেন্টারের আরবি শিক্ষক।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়।
অভিযোগে বলা হয়েছে, গত ৮/৯ মাস যাবত ওই কোচিং সেন্টারে আরবি বিষয়ে পড়তে যায় ওই ছাত্র। মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে পড়া শেষে বাসায় ফিরে ওই হুজুরের কাছে আর পড়তে যাবে না বলে মায়ের কাছে কান্নাকাটি করে। পরে জিজ্ঞাসাবাদে মায়ের কাছে এ ঘটনা জানায় সে। এছাড়া গত ১৭ নভেম্বরের ওই আবরি শিক্ষক একই ঘটনা ঘটিয়েছে বলেও তার মাকে জানিয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীন বাংলানিউজকে জানান, দুপুরে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। এ বিষয়ে শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
ওএইচ/