ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ভোক্তা অধিকার সচেতনতায় সেমিনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
নওগাঁয় ভোক্তা অধিকার সচেতনতায় সেমিনার সেমিনারে অংশগ্রহণকারীরা

নওগাঁ: নওগাঁয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সেমিনারের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান।

সেমিনারে বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভোক্তা অধিকার আইনের প্রয়োগ খুবই জরুরি। এছাড়া প্রতারণার হাত থেকে ভোক্তাদের রক্ষা করতে আইনটির প্রয়োগ ও সর্বক্ষেত্রে সচেতনতা গড়ে তুলতে হবে।

সেমিনারে বক্তব্য রাখেন-নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ, জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি মো. রফিকুল ইসলাম প্রমুখ।

সেমিনারে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ২১ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।