মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক রাজেন্দ্র ত্রিপুরা।
নাটাব খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক জীতেন বড়ুয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন প্রতিবন্ধী সমাজসেবা কেন্দ্রের চিকিৎসক সৈয়দা লুলু মারজান।
সভায় বক্তারা যক্ষ্মা হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ সেবন করার পরামর্শ দেন। সভায় রাজনৈতিক, সাংবাদিক, শিক্ষক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ২১ নভেম্বর ২০১৭
আরবি/