মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে তাকে পুলিশ হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়।
মানিকগঞ্জ স্বর্ণশিল্পী সমিতির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৮ নভেম্বর জেলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল আউয়াল ও এনএসআইয়ের সহকারী পরিচালক আসিফ হোসেন জেলা স্বর্ণশিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে কার্যালয়ে ডেকে নেন।
চোরাই ও ডাকাতির স্বর্ণ কেনাবেচাসহ অবৈধ ব্যবসা করার অভিযোগ এনে তাদের মামলায় জড়ানোর হুমকি দেন। এই মামলা থেকে রক্ষা পেতে তাদের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি করেন।
এ ব্যাপারে পুলিশ সুপার মাহফুজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
আরআর