বুধবার (২২ নভেস্বর) দুপুরে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে সাভারের ভোটারদের স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.)।
শাহাদাত হোসেন চৌধুরী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যা যা দরকার নির্বাচন কমিশন তাই করবে।
স্মার্টকার্ড বিতরণে কোনো ধরনের অবৈধ আর্থিক লেনদেন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দীন আহমেদ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল, সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিঞাসহ অনেকে।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এএ