ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে বন বিভাগের জমি দখলমুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
কালিয়াকৈরে বন বিভাগের জমি দখলমুক্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন বন বিভাগের কর্মকর্তারা

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা বোর্ড মিল ও পাশাগেট এলাকায় অভিযান চালিয়ে বনের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন বন বিভাগের কর্মকর্তারা।

বুধবার (২২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চন্দ্রা বিট কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মোরাদ এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন।  

কালিয়াকৈর চন্দ্রা রেঞ্জের বিট কর্মকর্তা মো. খন্দকার মাহমুদুল হক মোরাদ জানান, কালিয়াকৈরের পূর্বচান্দরা বোর্ড মিল ও পাশাগেট এলাকায় মনির হোসেন ও সালাম ভুট্টু বনের জমি দখল করে অবৈধভাবে ঘর নির্মাণ করেন।

উচ্ছেদ অভিযান চালিয়ে বন বিভাগের প্রায় আধা বিঘা জমি দখলমুক্ত করা হয়েছে।  

এ সময় অবৈধ স্থাপনার মালামাল জব্দ করা হয়। বন বিভাগের এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭    
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।