মিয়ানমার সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও মিয়ানমারের শীর্ষস্থানীয় মন্ত্রী উ চি টন সোয়ের এর মধ্যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে একটি সমঝোতা স্বাক্ষর হতে পারে বৈঠকের শেষে।
এর আগে সকালে বাংলাদেশ-মিয়ানমারের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়।
এর আগে মঙ্গলবার নেপিদোতে আসেম সম্মেলন শেষে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি বলেছেন, দুই দেশের বৈঠকে ঠিক করা হবে দেশে ফিরতে ইচ্ছুক রোহিঙ্গাদের কিভাবে ফিরিয়ে আনা হবে।
গত ২৫ সেপ্টেম্বর রাখাইন রাজ্যে সহিংসতার পর রোহিঙ্গাদের ওপর নিধনযজ্ঞ শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা। জাতিসংঘ এই ঘটনাকে জাতিগত নিধনযজ্ঞ বলেছে।
*রোহিঙ্গা সঙ্কট: চলছে ঢাকা- নেপিদো সংলাপ
বাংলাদশে সময়: ১৪২৬ ঘণ্টা, নভেম্বর ২২,২০১৭
কেজেড/আরআই